পাইকগাছায়  দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

whatsapp sharing button

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে  শনিববার সকালে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে  এ ঈদ পোশাক বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে বিতরণ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অধ্যক্ষ হাবিবু্ল্লাহ বাহার, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রভাষক আবু সাবাহ,  প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অনিতা রাণী মন্ডল, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, আসমা আহমেদ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইলিয়াস হোসেন,  বিকাসেন্দু সরকার, পঞ্চানন সরকার, সমীরণ ঢালী, অসীম রায়, হাফিজা খানম, আলতাফ হোসেন, হাফিজা খাতুন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এলাকার অর্ধ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোশাক হিসেবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।