সাতক্ষীরার আম আসবে ৫ মে

whatsapp sharing button

সাতক্ষীরার আমের সুনাম রয়েছে দেশ জুড়ে। আমের সেই সুনাম ধরে রাখার পাশাপশি অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় চাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সর্বসম্মতিতে আম বাজারজাত করণের তারিখ ঠিক করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম বাজারে আসবে। আগামী ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ জানান, নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম পাড়া ও বাজারজাত করা যাবে না। চলতি বছর ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করছে কৃষি বিভাগ।

মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালসহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।