ব্যাংকারদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

whatsapp sharing button

ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের মাধ‌্যমে এ নির্দেশনা জানানো হয়ে‌ছে। ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের (গেজেটেড ও নন-গেজেটেড) পাশাপাশি সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদেরও ২৩ মার্চের মধ্যে বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও একই দিনে তাদের ভাতা পাবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ঈদুল ফিতর আগামী ৩১ মার্চ পালিত হতে পারে। ঈদ উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে লেনদেনের সুবিধার্থে কয়েকদিন নির্ধারিত কিছু অঞ্চলে ব্যাংকের শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।