সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

whatsapp sharing button

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় এমন পদক্ষেপ নিয়েছেন এক আইনজীবী।

বুধবার (২৮ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগটি দাখিল করা হয়।

এর আগে, শনিবার (২৪ মে) উচ্চ আদালত সম্পর্কে সারজিসের দেওয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে তাকে নোটিশ পাঠিয়েছিলেন ওই আইনিজীবী। সেই নোটিশের জবাব না পেয়ে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দাখিল করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

শনিবারের ওই নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সারজিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছিল। 

এ ছাড়াও নোটিশ গ্রহণের দু-ঘণ্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়। তা না হলে, সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেছিলেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

সেদিন তিনি জানিয়েছিলেন, রেজিস্ট্রি ডাকযোগে সকাল ১০টার দিকে সারজিস আলমকে আদালত অবমাননার অভিযোগে নোটিশটি পাঠানো হয়েছে।