২০২৮ অলিম্পিকস-২০২৮ ক্রিকেটে হবে ৬ দলের

whatsapp sharing button

২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেটে হবে ছয় দলের লড়াই। ছেলেদের মতো মেয়েদের লড়াইটাও হবে ছয় দলের।

বুধবার বিষয়টি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড। তবে কীভাবে দল বাছাই করা হবে, সেটা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

আইসিসি অবশ্য আইওসিকে পরামর্শ দিয়েছে, একটি নির্দিষ্ট সময়ের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলো নির্বাচরের।

আয়োজক যুক্তরাষ্ট্র যদি সরসরি খেলার সুযোগ পায়, তাহলে জায়গা বাকি থাকবে পাঁচটি। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব কারা করবে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপগুলো কমনওয়েলথ গেমসের মতো অলিম্পিক গেমসেও পৃথক দেশ হিসাবে অংশ নেয়।

একশ বছরের বেশি সময় পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে প্রথম ও সবশেষ ক্রিকেট খেলা হয়েছিল।

অলিম্পিকে ক্রিকেট থেকে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র স্বর্ণপদক পায় গ্রেট ব্রিটেন।