কয়রায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

whatsapp sharing button

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা চৌকুনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার  মাওলানা জিএম বজলুর রহমানের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ)  বেলা ১১ টায় চৌকুনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে ঐ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা সুপার মাওলানা বজলুর রহমান ১ জন সৎ-চরিত্রবান মানুষ।

একটি কুচক্রী মহল তাকে ফাঁসানোর জন্য তার  নামে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মিথ্যা  মামলা ১ জন শিক্ষকের ইমেজ ধ্বংস করতে এবং শিক্ষাদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। আমরা সুপারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি। মাদ্রাসার শিক্ষার্থী বিলকিস খাতুন বলেন, আমাদের হুজুরের  বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে। সেটি সম্পুর্ন মিথ্যা। মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানাই। অপর এক 

শিক্ষার্থী রাকিব হাসান বলেন , আমাদের হুজুরের বিরুদ্ধে একটি যড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে । আমরা এই যড়যন্ত্রকারিদের বিরুদ্ধে ব্যবস্থা  গ্রহনের দাবি জানাই। তারা আরও  বলেন মামলায় যেদিনের ঘটনা উল্লেখ করা হয়েছে সেদিন হুজুর মাদ্রাসার জরুরী কাজে ঢাকায় ছিলেন। মামলার ৩ নম্বর আসামী আরাফাত হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এ বিষয়ে আমি কোন কিছুই জানি না। মামলায় ঘটনার যেদিন উল্লেখ করা হয়েছে তখন আমি খুলনায় অবস্থান করছিলাম।

তাই মিথ্যা মামলা হতে যাতে রেহাই পেতে পারি তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য মাদ্রাসার কাছে একটি  মাছের ঘেরে বিষ দেওয়া কে কেন্দ্র করে গত ১৮ মার্চ চৌকুনী গ্রামের  মুনসুর গাজী বাদী হয়ে চৌকনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বজলুর রহমান সহ পাঁচ জনের নামে কয়রা থানায় একটি মামলা দায়ের করেন। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক -কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।