কুয়েট ভিসির সাথে শিক্ষকবৃন্দের মতবিনিময়

whatsapp sharing button

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী করণীয় বিষয়ে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর (১৬ এপ্রিল) বেলা ১১টায় শিক্ষকবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করেন।

উক্ত সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা উপস্থাপন করেন এবং পরবর্তী করণীয় বিষয়ে সভায় উপস্থিত সম্মানিত শিক্ষকগণকে তাঁদের মূল্যবান মতামত প্রদানের জন্য অনুরোধ করেন।

শিক্ষকগণ তাঁদের বক্তব্যে বলেন, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ছাত্র, শিক্ষক যে মর্মান্তিক হামলা ও হেনস্থার স্বীকার হয়েছে তার বিচার এবং তদন্ত কমিটি যে প্রতিবেদন প্রদান করেছে তার আলোকে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।

শিক্ষকগণ আরো বলেন, বর্তমান সময়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য কিছু মহল তৎপর রয়েছে। এ সকল দুষ্কৃতিকারীদের অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানায়। শিক্ষকরা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তকে সামনে রেখেই সকল পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।

এছাড়া সিন্ডিকেটের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে কিছু শিক্ষার্থী হলের তালা ভেঙে হলে প্রবেশ করায় উপস্থিত শিক্ষকগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। এছাড়া
জনৈক ব্যক্তি কর্তৃক শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত উক্ত মামলা প্রত্যাহারের বিষয়ে পদক্ষেপ গ্রহনের দিক নির্দেশনা দেন।

কতিপয় ছাত্র কর্তৃক মাননীয় ভাইস-চ্যান্সেলর ও শিক্ষকগণের উপর হামলা, অপমান, ও কটূক্তির প্রতিবাদে তীব্র উম্মা প্রকাশ করেন।

মতবিনিময় সভা শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর উপস্থিত সকল শিক্ষককে তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে বিশ^বিদ্যালয়ের প্রশাসন পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।