খুলনায় অন্ধ হাফেজদের মাঝে “ঈদের নতুন কাপড় বিতরণ” করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা নগরীর খালিশপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়। রোটার্যাক্ট ক্লাব অব দৌলতপুর ও খুলনা নর্থ যৌথভাবে ঈদের নতুন কাপড় বিতরণেরআয়োজন করে।