খুলনায় অন্ধ হাফেজদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ

whatsapp sharing button

খুলনায় অন্ধ হাফেজদের মাঝে “ঈদের নতুন কাপড় বিতরণ” করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা নগরীর খালিশপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়। রোটার্যাক্ট ক্লাব অব দৌলতপুর ও খুলনা নর্থ যৌথভাবে ঈদের নতুন কাপড় বিতরণেরআয়োজন করে।