খুলনায় এলএ চেইনী স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

whatsapp sharing button

খুলনায় এলএ চেইনী স্মৃতি বিতর্ক প্রতিযোগিতায় ইউসেপ সোনাডাঙ্গা টেকনিক্যাল স্কুল “চ্যাম্পিয়ান” হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (১৬ জুন) চূড়ান্ত প্রতিযোগিতায় দু’পক্ষের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে এ বিজয় ছিনিয়ে আনে ইউসেপ সোনাডাঙ্গা টেকনিক্যাল স্কুল।

ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চল এ বিতর্কের আয়োজন করে। ২৮মে থেকে ২জুন সময়ে ৬টি টেকনিক্যাল স্কুলের বিতার্কিকদের মধ্যে ৩ রাউন্ডে গ্রুপ ও নক আউট ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ান হয় ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল ও ইউসেপ সোনাডাঙ্গা টেকনিক্যাল স্কুল ।

প্রতিযোগিতায় সরকারী ব্রজলাল কলেজ ডিবেটিং ক্লাব সদস্যবৃন্দ বিচারক ও মেন্টরের দায়িত্ব পালন করে।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজান প্রপার্টিজের ম্যানেজিং ডাইরেক্টর ও মেম্বার অব কোঅর্ডিনেটিং কমিটি মোঃ মনসুর আলম চৌধুরী, খুলনা আইচ এন্ড কোল্ড স্টোরেজ কোম্পানি লিমিটেডের পরিচালক তাজুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় সভাপতি হিসাবে ‍উপস্থিত থেকে বিতার্কিকদের প্রেরণা যুগিয়েছেন ইউসেপ খুলনা অঞ্চলের ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত বিতার্কিকদের ট্রপি, অংশগ্রহণকারী সকল টেকনিক্যাল স্কুলের বিতার্কিকদের মেডেল প্রদান করা হয়।