খুলনা এপিসি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

whatsapp sharing button

খুলনা: খুলনা মহানগরীর লবনচরা এলাকায় অবস্থিত আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বালিকা বিদ্যালয় (এপিসি) এর শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮এপ্রিল) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়।

মরহুম নজির আহম্মদ মোল্লা এবং মরহুমা সামিনা খাতুনের পক্ষ মরহুম-মরহুমার ছেলে নাসির উদ্দীন মোল্লা এবং আছার উদ্দীন মোল্লা এ মেধাবৃত্তি প্রদান করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এ ধরণের উদ্যোগ অব্যহত রাখার অনুরোধ জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল আফরোজা।

উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আব্দুল্লাহ মেহেবুব, রফিক উদ্দিন মোল্লা প্রমুখ। এদিন ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়।