রাতের আধারে দরিদ্রদের মাঝে ঈদ উপহার

whatsapp sharing button

রাত তখন প্রায় দশটা। পবিত্র রমজানের তারাবিহ শেষ হয়েছে সবে। স্থানীয় কিছু যুবক জড় হতে শুরু করে খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া এলাকার আলামিন মসজিদের সামনে। কিছুক্ষণের মধ্যেই সকলের হাতে লক্ষ্য করা গেল সাদা ব্যাগ। প্রতিটি ব্যাগের মধ্যে সেমাই, চিনি, তেল, চাল, দুধ এবং মাংস।

জানা যায়, এই এলাকার অসহায়, দুস্থ, সবিধাবঞ্চিত মানুষদের কথা চিন্তা করে তারা এ আয়োজন করেছে। এলাকার অসহায়, হতদরিদ্ররা যাতে ঈদ আনন্দের দিনে একটু ভালো কিছু খেতে পারে। সেজন্য এমন ব্যবস্থা করেছে সোশ্যাল শেড নামের একটি সামাজিক সংগঠন। এ বছরই প্রথম নয়, সোশ্যাল শেডের ব্যানারে এই এলাকার কিছু যুবক ইফতার বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সময়ে সময়োপযোগী কার্যক্রম করে থাকে। তারা একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য এই কাজ করে বলে তারা জানান।

এবার ঈদকে সামনে রেখে এই উদ্যমী যুবকেরা ৪০টি অসহায়, হতদরিদ্র পরিবারকে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে দিচ্ছে। তারা রাতের আধারে তালিকাভুক্ত পরিবারের কাছে অতিগোপনে এ উপহার পৌঁছে দিয়ে থাকে। যাতে ওই পরিবারটি কোন ধরণের অসম্মানবোধ না করে। এছাড়া সোশ্যাল সেডের আয়োজনে তারা মসজিদে মসুল্লিদের জন্য সুপেয় পানি, রমজানের তোহফা, ঈদ মোবারক সম্বলিত তোরণের ব্যবস্থা করেছে।

শনিবার (২৯মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে দোয়া ও মোনাজাতের মাধ্যমে খুলনা মহানগরীর দক্ষিণটুটপাড়া বড়খালপাড় এলাকার আল আমিন জামে মসজিদের সামনে শুরু করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল আমিন জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. মাওলানা সাফায়েতুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আসাফুর রহমান কাজল, সংগঠনের সাবেক সভাপতি মো. হেলাল আক্তার, বর্তমান সভাপতি মাহমুদুন্নবী নামি, সাধারণ সম্পাদক শামসুদ্দোহা সোহানসহ সংগঠনের মোঃ হাসান, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আশিকুজ্জামান, মিরাজুল ইসলাম, সৈকত শেখ, মহিউদ্দিন আহমেদ মাহি, ফিরোজ আহমেদ, আবুল কালাম আজাদ বাবু, মোঃ মহসিন, আজিম বিল্লাহ প্রমুখ।