সাঁতারে সোনালি দিন ফেরাতে খুলনায় হবে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫”

whatsapp sharing button

খুলনা: দীর্ঘদিন পর সাঁতারে সোনালি দিন ফেরাতে বাংলাদেশ সাঁতার ফেডারেশন এগিয়ে এসেছে এক নতুন উদ্যোগ নিয়ে। বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় আয়োজিত “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ জুন) খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বাছাই পর্ব।

খুলনা নগরীর রেজাউল সুইমিং একাডেমি এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

রোববার (১৫ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলাম। 

এতে বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

২০১৬ সালের পর থেকে দক্ষিণ এশিয়ান গেমসে সাঁতার বিভাগে কোনো স্বর্ণপদক না পাওয়ার বিষয়টি উল্লেখ করে ফেডারেশন জানিয়েছে, এবার সেই খরা কাটাতে তারা বদ্ধপরিকর। এ জন্য তিন ধাপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা হবে প্রতিভাবান সাঁতারুদের।

বয়সভিত্তিক দুটি গ্রুপে বাছাই কার্যক্রম চলবে—‘ক’ গ্রুপে থাকবে ৯ থেকে ১১ বছর বয়সী সাঁতারুরা এবং ‘খ’ গ্রুপে অংশ নেবে ১২ থেকে ১৫ বছর বয়সীরা। বাছাইপর্বে নির্বাচিত সাঁতারুরা পাবেন দুই বছর মেয়াদি নিবিড় প্রশিক্ষণ, যার ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ সাঁতার ফেডারেশন ও বাংলাদেশ নৌ বাহিনী।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের সাঁতার জগত বর্তমানে প্রতিভার সংকটে রয়েছে। এই ট্যালেন্ট হান্ট কর্মসূচি সেই সংকট কাটাতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফল সাঁতারু গড়ে তুলতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ফেডারেশন। খুলনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে ছড়িয়ে যাবে সারাদেশে।

সাঁতারে নতুন দিনের সূচনা ঘটাতেই “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” এখন সময়ের দাবি।