বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর এক্স ক্যাডেট সংগঠন সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকালে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী আদশ্য মহাবিদ্যালয়ের শিক্ষক ও (বিএনসিসিও) লেফটেন্যান্ট শেখ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন এক্স ক্যাডেট সার্জেন্ট মো. ইমতিয়াজ আলম মাসুদ, বিশেষ অতিথি ছিলেন গাজী মনিরুজ্জামান, মো. নাজমুল হাসান, মো. তৌফিকুল ইসলাম, শেখ রাসেল আহমেদ।
সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মো. শাহরিয়া সাত্তার হীরা, মো. মফিজুল ইসলাম, মো. সরিফুর রহমান, লামিয়া আক্তার, চৈতি গাঙ্গুলী, কাজী বায়জিদ হোসেন জুয়েল, আকাশ হোসেন, মেহেদী হাসান, মো. ইমরান হাওলাদার, মো. আব্দুল মালেক, মো. মাসুদুজ্জামান মিঠু, মো. ইমরান বন্দ, রিফাত হোসেন ইমন, মো. জাহিদুর রহমান, মো. আবু সালাম, মেহেবুব হাসান মামুন, মো. খালিদ মাহমুদ, সাইদুল ইসলাম সাইদ, মো. আমিনুল ইসলাম, মাহমুদা ইসলাম, কাজী মাজাহারুল হক লিয়ন, সুমাইয়া শারমিন রিয়া, আবু বক্কর, সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আসিফ সাজ্জাদ, মাহাবুব হাসান বিপ্লব, মো. আরিফ প্রমুখ।
সুরেক্সের সাবেক সভাপতি এসএম ইব্রাহিম খলিল কিডনি জনিত কারণে মৃত্যুবরণ করায় সভায় উপস্থিত সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে শেখ মিজানুর রহমানকে সভাপতি নির্বাচিত হন।