নতুন নোট প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

whatsapp sharing button

ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট ইস্যু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১লা জুন থেকে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন ডিজাইনের ব্যাংক নোট বাজারে প্রচলন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নোটগুলোতে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নকশা করা হয়েছে। এই নোটগুলোর মধ্যে ১,০০০, ৫০ ও ২০ টাকার নোট থাকবে। নতুন ডিজাইনের এই নোটগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে প্রথমবারের মতো ইস্যু করা হবে। পরবর্তীতে অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। এছাড়া, বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে।

মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে, নতুন ডিজাইনের ১,০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এই নমুনা নোটগুলো টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

নতুন নোট সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে যোগাযোগ করতে পারেন। নতুন নোটের ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা যোগাযোগ ও প্রকাশনা বিভাগে (ডিসিপি) যোগাযোগ করতে পারেন।