বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নিশা ও যুগ। সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন নিশা। শোবিজ অঙ্গনে এখনো পা রাখেননি। কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান।
কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন নিশা। নিউজ১৮ আয়োজিত এক অনুষ্ঠানে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন কাজল। মেয়ের বলিউড অভিষেক নিয়ে কাজল বলেন, “মোটেও না। তার বয়স এখন ২২ বছর অথবা ২২ হতে চলেছে। আমার মনে হয়, চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত আপাতত সে নেয়নি।”
তরুণ অভিনয়শিল্পীদের কী পরামর্শ দেবেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, “প্রথমত বলতে চাই, সবার কাছ থেকে পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেন, ‘আমার কী করা উচিত?’ তাহলে এক শ লোক লাইনে দাঁড়িয়ে বলবে, ‘তোমার এটা করা উচিত, তোমার নাক বদলানো উচিত, তোমার হাত বদলানো উচিত, চুলের রঙ বদলানো উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত।”