রাজকীয় ভঙ্গিমায় শাহরুখ

whatsapp sharing button

বলিউড বাদশা শাহরুখ খান প্রথমবারের মতো বিশ্ব স্টাইলের রাজসভা খ্যাত মেট গালায় পা রাখলেন, প্রিয় নায়ককে ভিন্ন এই অবতারে দেখে রীতিমতো ভক্তদের মাঝে শুরু হয়েছে উত্তেজনার ঝড়। পাশাপাশি আবারও সৃষ্টি করলেন নতুন এক রেকর্ড। শাহরুখই একমাত্র ভারতীয় পুরুষ যিনি ইতিহাস সৃষ্টি করে মেট গালার লাল গালিচায় হাঁটলেন।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে কিং খানের বেশ কিছু ছবি। যেখানে রাজকীয় পোশাকে নিজেকে মেলে ধরেছেন শাহরুখ। এই তারকার পরনে দেখা যায় বিশেষভাবে তৈরি করা একটি কালো সব্যসাচী স্যুট, যা ছিল সূক্ষ্ম এমব্রয়ডারিতে ভরপুর। এছাড়া পোশাকের প্রতিটি রেখায় ফুটে উঠছিল অভিজাত্য ও শক্তির মেলবন্ধন।

তিনি পরেছিলেন তাসমানিয়ান সুপারফাইন উলের তৈরি একটি কাস্টম ফ্লোরলেন্থ কোট, যাতে ছিল জাপানি হর্ন বোতাম, চওড়া ল্যাপেল ও পিক কলার। এর নিচে ছিল ব্ল্যাক ক্রেপ দ্য শিন সিল্ক শার্ট এবং ট্রাউজার। এর সঙ্গে ছিল প্লিটেড স্যাটিন কামরবন্দ। শাহরুখ খানের স্টাইলে, এই লুককে বাড়তি মাত্রা দিয়েছে সূক্ষ্ম কিছু চমক: একগুচ্ছ গয়না ও একটি বেঙ্গল টাইগার হেড ক্যান (ছড়ি)
যা বানানো হয়েছে ১৮ ক্যারেট সোনা, টুরমালিন, স্যাফায়ার ও হীরার সমন্বয়ে। যা ছিল সব্যসাচীর বঙ্গীয় শিকড় ও নকশার প্রতি শ্রদ্ধা। ওই ডিজাইন দিয়ে বোঝাতে চেয়েছেন বলিউডের রাজা মেট গালাতেও রাজত্ব করতে এসেছেন। দুই হাতের আটটি আঙ্গুলে নানা ডিজাইনের আংটি বাড়তি নজর কাড়ে। গলায় ছিল চোখ ধাঁধানো বাহারি ডিজাইনের চেইন। যা প্রমাণ করে স্টাইল ও ব্যক্তিত্বের দিক থেকে তিনি অনন্য।

তবে সবকিছুর মধ্যে সবথেকে বিশেষভাবে নজর কেড়েছে একটি বিশেষ ‘K’ লকেট—যা কিং খানের ঐতিহ্যকেই স্মরণ করিয়ে দিলো। আর সব শেষে, হাতে থাকা ছড়িটি যেন সম্পূর্ণ করলো এক সিনেমাটিক সম্রাটের রূপ। শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত শাহরুখ খান যেন নতুনভাবে সংজ্ঞায়িত করলেন রেড কার্পেটের রাজকীয়তা। মেট গালায় অভিষেক মুহূর্তে তিনি বুঝিয়ে দিলেন—কে সত্যিকারের রাজা!

তবে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আক্ষেপ নেই কারও। স্বামী নিক জোনাসের সঙ্গেই মেট গালায় হাজির হন প্রিয়াঙ্কা। তাঁর সাজগোজ সকলের নজর কেড়েছে।এবারের মেট গালার থিম ছিল Superfine: Tailoring Black Style.

সেই নিরিখে প্রিয়াঙ্কা এবং তাঁর স্বামী নিক ফুল মার্কস পেয়ে উতরে গিয়েছেন বলে মত অনুরাগীদের। বরাবরের মতো মেট গালায় প্রিয়াঙ্কা এবং নিকের অতরঙ্গ কিছু মুহূর্তও নজর কেড়েছে সকলের। তাঁদের ‘The Perfect Couple’ বলে উল্লেখ করেছেন অনুরাগীরা।

আরেকদিকে, নজরকাড়া লুকে প্রথমবারের মতো মেট গালায় পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডভানি। এসময় পরিলক্ষিত হয় তার স্পষ্ট বেবিবাম্প।

এছাড়া মেট গালায় রাজকীয় উপস্থিতি দেখা গেল জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝের। মহারাজার বেশে সেখানে হাজির হলেন তারকা। শুধু তাই নয়, পোশাকের উপর যে Cape চাপিয়েছিলেন দিলজিৎ, তাতে গুরুমুখী ভাষায় লেখাও চোখে পড়ল। পঞ্জাবকে হলিউডে পৌঁছে দিলেন বলে মত অনুরাগীদের।