নমনীয় মোদি সরকার

whatsapp sharing button

পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা নিয়ম শিথিল ভারতের। জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি ভিসায় যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের ভারত ছাড়তে হবে না। এমনকি ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে তা পুনর্নবীকরণ করারও সুযোগ দেয়া হবে পাকিস্তানি নাগরিকদের। উপযুক্ত নথিপত্র থাকলে একেবারে নতুন করে লং টার্ম ভিসার আবেদন করার পথও খোলা থাকছে তাদের জন্য।

পেহেলগাঁও হামলার ঘটনায় সব পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন শয়ে শয়ে পাকিস্তানি নাগরিক। যাদের কেউ সদ্য বিয়ে করে ভারতে গেছেন, কেউ আবার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন। স্বল্প সময়ের নোটিশে দেশ ছাড়তে হচ্ছে তাদের। গত কয়েকদিনে এমন অজস্র ছবি।

যোধপুরের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের একটি নোটের ভিত্তিতে গাইডলাইন প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, যেসব পাকিস্তানি নাগরিকরা বর্তমানে এলটিভিতে ভারতে রয়েছেন তাদের দেশ ছাড়তে হবে না। এলটিভির মেয়াদ ফুরোলেও তা রিনিউ করতে পারবেন তারা। যাদের এলটিভির আবেদন আপাতত প্রক্রিয়ায় রয়েছে, ভারত ছাড়তে হবে না সেই পাকিস্তানিদেরও।

এখানেই শেষ নয়, যেসব পাকিস্তানিদের কাছে উপযুক্ত নথিপত্র রয়েছে তারা চাইলে নতুন করে এলটিভির আবেদন করতে পারেন। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে অথচ নাগরিকত্ব পাননি, সেই পাকিস্তানিরাও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নথি জমা করতে পারবেন।

যোধপুরের পরিসংখ্যান বলছে, গত তিনদিনে ৩৬২টি এলটিভির আবেদন গৃহীত হয়েছে এবং প্রক্রিয়ায় রয়েছে। তবে কেন্দ্রের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভারতে দীর্ঘদিন ধরে বসবাসকারী পাকিস্তানিরা। তবে স্বল্পমেয়াদি ভিসা বা চিকিৎসা ও পড়াশোনার ভিসা নিয়ে ভারতে আসা পাকিস্তানিদের চলে যেতে হবে।