নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান

whatsapp sharing button

নোবেল শান্তি পুরস্কারের জন্য কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মনোনীত করা হল। শাসন এবং মানবাধিকারের প্রচেষ্টার কারণে তাকে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার (২৯ মার্চ) ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ)-এর সদস্যরা এই খবর ঘোষণা করেন।

এই নিয়ে সামাজিক মাধ্যম দেয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।’

প্রসঙ্গত এর আগে, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০১৯ সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছে। গত জানুয়ারিতে, কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতি সম্পর্কিত একটি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

তিনি শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন, তিনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও দুর্নীতি মামলায় দোষী হিসাবে চিহ্নিত করেছিল পাকিস্তানের আদালত। তার সাত বছরের জেল হয়েছিল। পাশাপাশি ইমরানের ১০ লাখ এবং বুশরার ৫ লাখ পাকিস্তানি রুপিও জরিমানা করা হয়েছিল।

যদিও সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ২০২৩ সালের মে মাসে এই মামলায় আদালত চত্বর থেকে ইমরানের গ্রেফতারিকে ‘অবৈধ’ বলেছিলেন। এর পরে লাহোর হাই কোর্ট ইমরানের জামিনের আর্জিও মঞ্জুর করেছিল। কিন্তু রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান জেল থেকে এখনও মুক্তি পাননি।