বিধ্বস্ত বিমানে ২৫০ জনের মৃত্যুর আশঙ্কা

whatsapp sharing button

দুইশোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদে। বিধ্বস্ত বিমানটির যাত্রীদের বিস্তারিত প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।

বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।

অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।

ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, বিমানটির পাইলট “ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন।

ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার জানাচ্ছেন যে, তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়োদৌড়ি করছেন – যাতে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়।

তিনি বলছেন, ‘যে জায়গাটায় উদ্ধার তৎপরতা চলছে, সেটি বিমানবন্দরের খুব কাছে। চারদিকে শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। সব রাস্তা বন্ধ।’ অগ্নি নির্বাপক দলের কর্মীরা এখনও কিছু জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলছেন, তারা হঠাৎই ভীষণ জোরে আওয়াজ পান, আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। বহু মানুষ এখানে জড়ো হয়েছেন। স্বেচ্ছাসেবকরা কাছাকাছি এলাকা থেকে এসেছেন।

মৃতদেহগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও আসে নি।বাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির।

সূত্র: বিবিসি।