মার্কিন হামলার জবাব হবে ‘কঠোর’

whatsapp sharing button

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার প্রেক্ষাপটে দেশজুড়ে উত্তেজনা চরমে। এই অবস্থায় ইরানের পক্ষ থেকে এসেছে কড়া প্রতিক্রিয়া। সেনাবাহিনীর শীর্ষ পদে সদ্য নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল আমির হাতামি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। সোমবার (২৩ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর প্রকাশ করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ হামলার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়। এই হামলার প্রতিক্রিয়ায় সোমবার জেনারেল হাতামি সরাসরি জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তায় কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান কখনোই নীরব থাকবে না, বরং সম্মান ও স্বাধীনতার প্রশ্নে লড়াই করবে।

ভিডিও বার্তায় জেনারেল হাতামি বলেন, “আমাদের ইতিহাসে আমরা বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। প্রতিবারই আমরা তাদেরকে তীব্র ও শক্তিশালী জবাব দিয়েছি।” তিনি আরও বলেন, “আমরা লড়বো— নিজেদের সম্মান, স্বাধীনতা ও সুখের জন্য। শহীদের সংখ্যা আমাদের থামায়নি, বরং সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। আমাদের শক্তি নিয়ে কোনো সন্দেহ কোরো না।”

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বক্তব্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে নয়, বরং গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কেই একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে— ইরান এবার চুপ করে থাকবে না। এটি ছিল স্পষ্টতই একটি প্রতিশোধমুখী হুঁশিয়ারি।

উল্লেখযোগ্য যে, আমির হাতামিকে কিছুদিন আগেই সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর এই পদে রদবদল করা হয়। নতুন নেতৃত্বের অধীনে ইরান এখন কঠোর প্রতিরক্ষানীতির পথেই হাঁটছে বলে ধারণা বিশ্লেষকদের। তথ্যসূত্র : সিএনএন