‘শেখ হাসিনা পালায় না’ মনে আছে ২৪ এর গণঅভ্যুত্থানের সময় দেওয়া ফ্যাসিস্ট হাসিনার সেই বিখ্যাত বয়ান? জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর ইতিহাসের সবচেয়ে নির্মম বর্বরতা দেখিয়ে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করে চোরের মত লেজ গুটিয়ে পরম মিত্র নরেন্দ্র মোদির দেশ ভারতের ছায়াতলে আশ্রয় নেয় সারাজীবন দেশ প্রেমের মিথ্যা বুলি আওড়ানো হাসিনা। সেসময় তার সঙ্গী হোন বোন শেখ রেহানা। কিন্তু, পালানোর আগে হাসিনার পা ধরেছিলেন রেহানা, করেছিলোন আকুতি-মিনতি। রেহানা কেন পা ধরেছিলেন হাসিনার? কি সেই রহস্য? এবার বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে হাসিনা পালানোর সময়ের বেশ কিছু তথ্য। রোববার ২৫ মে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিচারকদের সামনে লিখিতভাবে এই প্রতিবেদন পড়ে শোনান। এই প্রতিবেদন থেকেই জানা যায়, ফ্যাসিস্ট হাসিনা শেষ সময়েও তার পরাজয় কিছুতেই মানতে পারছিলেন না। ক্ষমতা টিকিয়ে রাখতে আরও মানুষ মারতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি। শেষ পর্যন্ত ৫ আগষ্ট ছোট বোন শেখ রেহানা ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগের বিষয়ে অনেক পীড়াপীড়ি করেন। এক পর্যায়ে তার পায়ে ধরে অনুরোধ করেন পদত্যাগ করতে।
মূলত ফ্যাসিস্ট রেহানার পা ধরে অনুরোধ করা আর বিদেশে থাকা পুত্র জয়ের অনুরোধে হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগে রাজি হোন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন রেহানাকে সঙ্গে নিয়েই দেশ ছাড়েন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের এই প্রতিবেদন থেকে আরও জানা যায়, শেষ মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন ফ্যাসিস্ট হাসিনা।
ফ্যাসিস্ট হাসিনা তার বিগত ১৬ বছরের শাসনামলে বাংলার মানুষের ওপর যে অসহনীয় অন্যায়, অবিচার করেছে যেভাবে কেঁড়ে নিয়েছিলো সাধারণ মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে ভোটের অধিকার, যেভাবে কায়েম করেছিলো হত্যা-গুম-খুনের রাজনীতি তাতে করে বাংলার জনগন হাসিনাকে ঘৃণা ভরা নয়নেই দেখে। হাসিনার নামে প্রায় আড়াইশোটি হত্যা মামলা রয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, ফ্যাসিস্ট হাসিনা বর্তমানে অবস্থান করছেন দিল্লিতে। যদিও ভারত সরকার এই বিষয়ে নিশ্চুপ। নিরাপত্তার খাতিরে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া হাসিনার লোকেশন প্রকাশ্যে আনতে নারাজ নরেন্দ্র মোদির সরকার।