দেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ২৯৪

whatsapp sharing button

দেশে নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। ওয়েবসাইটে প্রকাশিত খসড়া তালিকা অনুসারে দেশে বর্তমানে ১ হাজার ২৯৪টি নদ-নদী রয়েছে।

২০২৪ সালের ১০ ডিসেম্বর দেশে নদ-নদীর সর্বশেষ তালিকা প্রকাশ করেছিল পানি সম্পদ মন্ত্রণালয়। সে সময় দেশে নদ-নদীর সংখ্যা উল্লেখ করা হয়েছিল ১ হাজার ১৫৬টি। সেসময় বলা হয় আরও যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাটি বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে। তালিকায় নদ-নদীর নাম, বিভাগ, জেলা, উপজেলা, উৎস এবং পতন স্থান, দৈর্ঘ্য এবং স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যদি এ খসড়া তালিকায় কোনো সংযোজন, বিয়োজন বা সংশোধন থাকে, তবে সংশ্লিষ্ট তথ্য এবং মতামত আগামী ৭ এপ্রিলের মধ্যে bdrivers2023@gmail.com বা dplanning1@gmail.com ই-মেইল ঠিকানায় অথবা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) পাঠাতে অনুরোধ করা হয়েছে।

খসড়া তালিকা অনুসারে দেশের দীর্ঘতম নদী হচ্ছে ইছামতি-কালিন্দি। এর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার। নদীটি সাতক্ষীরা, ঝিনাইদম, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ৮টি উপজেলা দিয়ে প্রবাহিত। সবচেয়ে ছোট নদী হচ্ছে বালেশ্বর। এর দৈর্ঘ মাত্র .২ কিলোমিটার বা ২০০ মিটার। এটি শেরপুর জেলার নকলা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত।