হজযাত্রীর প্রায় ৩৭ শতাংশ পরিবহন করবে রাজকীয় সউদী এয়ারলাইন্স

whatsapp sharing button

মোট হজযাত্রীর প্রায় ৩৭% পরিবহন করবে রাজকীয় সউদী এয়ারলাইন্স। রোববার (১৮ মে)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির বাংলাদেশ জিএসএ ইউনাইটেড লিংক এই তথ্য জানিয়েছে।

সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে এ বছর ৮৭ হাজার ১শ বাংলাদেশী হজে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২শ জন সরকারি ব‍্যবস্থাপনায় সউদী আরবে যাবেন। বাকি ৮২ হাজার ৯শ জন বেসরকারি ব‍্যবস্থাপনায় হজে যাবেন। গত ২৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আশকোনায় হজ ক‍্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সচিব নাসরীন জাহান, সউদী আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুলাজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, সৌদিয়া এয়ারলাইন্সের স্টেশন ম‍্যানেজার সামী এম আল গাদি সৌদিয়া এবং সৌদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিংকের এমডি আহমেদ ইউসুফ ওয়ালিদ উপস্থিত ছিলেন।