গণঅভ্যুত্থানের দিন ৫ আগস্টকে সাধারণ ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর এই দিনটি গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, “জুলাইয়ের এক তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। তবে মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। এর উদ্দেশ্য হলো—জুলাই-আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশ যেভাবে এক হয়েছিল, সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা।”
তিনি আরও জানান, “এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। আপাতত জানানো যাচ্ছে যে, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হবে। এ বছর থেকেই প্রতিবছর এই ছুটি পালিত হবে।”
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজকের বৈঠকে বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসন সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন উপদেষ্টা সিআর আবরার।