প্যাঁচার মতন জ্ঞানী নেই পাখিকুলে
সব প্যাঁচা বই পড়ে নাওয়া–খাওয়া ভুলে।
বই পড়ে জ্ঞান বাড়ে, বই পড়ে সুখী
জ্ঞান যত প্যাঁচা তত গম্ভীরমুখী।
গম্ভীর, জ্ঞানী হতে তারা ভালোবাসে।
দেখবে না কোন প্যাঁচা কক্ষনো হাসে!
যাও গিয়ে দেখে এসো প্যাঁচাদের বাসা
ঘরদোর, লাইব্রেরি বইয়ে বইয়ে ঠাসা
বালিশের কাজও প্যাঁচা বই দিয়ে সারে
বিস্মিত হতে হবে কাজ-কারবারে।
প্যাঁচা পড়ে যেই বই পড়ি নাই আমি।
কাফকা বা লোরকা বা হারু মুরাকামি।