আমজনতার মুখে প্রকম্পিত তারেক রহমানের যে স্লোগান

whatsapp sharing button

দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগান লক্ষ লক্ষ আমজনতার মুখে প্রকম্পিত হতে থাকে পুরো পল্টন এলাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে আমজনতাকে সাথে নিয়ে আজ এই স্লোগান দিয়েছেন তারেক রহমান। যে স্লোগানের জন্য উপস্থিত আমজনতা থেকে শুরু করে নেটিজেনদেরও প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

রাজধানীর পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।  এদিকে সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করেন লক্ষ লক্ষ নেতা-কর্মী। লাখো নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় ও স্লোগানে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়।

বেলা ৩টা ৩৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার বক্তব্যের শেষ দিকেই তিনি দেন শিশু থেকে বৃদ্ধ সকলের মন কেড়ে নেওয়া এই স্লোগান। তিনি স্লোগান দিতে থাকেন, ‘দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ!’ আর তার সাথে সাথে লাখো নেতাকর্মীও এই স্লোগানে প্রকম্পিত করে পুরো পল্টন এলাকা।
অন্যদিকে তারেক রহমানের এই স্লোগানে যেনো আবারো নব উদ্যম ফিরে পেয়েছে বিএনপির নেতা-কর্মীরা। উপস্থিত আমজনতা থেকে শুরু করে নেটিজেনরাও তারেক রহমানের এই স্লোগানে মেতেছেন ইতিমধ্যে।