সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী জাতিসংঘ মহাসচিব: জামায়াত

whatsapp sharing button

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আশাবাদী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বিষয়ে আলাপ হয়েছে।

আজ শনিবার দুপুরে বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয়।