আঙুলে চোট ওভারটনের

whatsapp sharing button

আঙুল ভেঙে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সাদা বলের সিরিজের বাকী অংশে আর খেলতে পারবেন না ইংল্যান্ড পেসার জেমি ওভারটন।

বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলার সময় ডান হাতের আঙুলে চোট পান ওভারটন। পরবর্তীতে পরীক্ষা-নিরিক্ষায় জানা যায়, আঙুল ভেঙে গেছে ওভারটনের। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকী দুই ওয়ানডে ও আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ওভারটন।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসে নিজের দ্বিতীয় ডেলিভারিতে ক্যারিবীয় ব্যাটার ক্যাসি কার্টির ফিরতি ক্যাচ নিতে গিয়ে কনিষ্ঠ আঙুলে ব্যাথা পান ওভারটন। সাথে সাথে মাঠ ছাড়েন তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে মাঠে ফিরে ৫ ওভার বল করে ৩ উইকেট শিকার করেন ওভারটন।

ম্যাচ শেষে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, ওভারটনের আঙুলে চিড় ধরা পড়েছে। সুস্থ হবার জন্য ইংল্যান্ড দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তিনি।

এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের বাকী অংশে দেখা যাবে না ওভারটনকে। তার বদলি হিসেবে কারও নাম এখনও ঘোষণা করেনি ইংল্যান্ড।

এই রিপোর্ট লেখার সময় চলছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৩৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৩ উইকেটে ২০৮। সেঞ্চুরি করেছেন কেসি কার্টি।

ওয়ানডে সিরিজ শেষে ৬ জুন থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল।