ইতিহাস গড়ার ম্যাচে কি পেলেন পান্ত ?

whatsapp sharing button

আচরণবিধি লঙ্ঘনের দায়ে রিশাভ পান্তকে তিরস্কার করেছেন আইসিসি। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোস প্রকাশ করায় ভারতীয় কিপার-ব্যাটারের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

মঙ্গলবার এক বিবৃতিবে পান্তের শাস্তর কথা জানায় আইসিসি। তারা বলেছে, আচরণবিধির ২.৮ ধারা ভেঙেছেন পান্ত। যে ধারায় ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার’ কথা বলা হয়েছে।

ঘটনাটি ঘটে ম্যাচের তৃতীয় দিন রোববার ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারের সময়। বলের অবস্থা নিয়ে তখন আম্পায়ারের সঙ্গে কথা বলেন পান্ত। বল পরিবর্তন করতে চাইছিলেন ভারতীয়রা। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর তাদের চাওয়া প্রত্যাখ্যান করেন আম্পায়ার। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন পান্ত। আম্পায়ারের সামনেই মাটিতে বল ছুঁড়ে মারেন তিনি।

তার এই আচরণ ভালোভাবে নেনটি মাঠের দুই আম্পায়ার। তাদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি শাস্তি দেন পান্তকে। পান্ত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

ম্যাচটিতে প্রথম ইনিংসে ১৩৪ রান করেন পান্ত। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে খেলেন ১১৮ রানের ইনিংস। টেস্ট ইতিহাসের দ্বিতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।