গর্বিত মেসি

whatsapp sharing button

ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির লক্ষ্য ছিল গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে পা রাখা। সেই লক্ষ্য পূরণ হওয়ায় গর্বিত দলটির অধিনায়ক লিওনেল মেসি।

আসরের শেষ ষোলোয় ইউরোপ চ্যাম্পিয়ন শক্তিশালী পিএসজির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেন অপেক্ষা খর্বশক্তির ইন্টার মায়ামি।

সাবেক ক্লাবের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর ইনস্টাগ্রামে এক পোস্টে লক্ষ্যপূরণের কথা জানান মেসি।

‘আজ আমাদের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলের কাছে পরাজয়ের মাধ্যমে—একটি দলে এমন কিছু মানুষ আছেন যাদের আমি শ্রদ্ধা করি এবং যাদের আবার দেখা পেয়ে আমি খুশি হয়েছি।’

‘আমরা গর্বিত যে আমাদের লক্ষ্য পূরণ করেছি—টুর্নামেন্টের সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়া। এখন সময় এসেছে এমএলএস এবং সামনের যেসব চ্যালেঞ্জ আসছে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার।’

আপাতত মায়ামিতে নিজের বাড়িতে কিছুদিন বিশ্রাম নিবেন মেসি। এরপর আবার ফিরবেন ক্লাবে।