গোল পাল্টা গোলের রোমাঞ্চকর ম্যাচে জালের দেখা মিলল মোট ছয়বার। কিন্তু বার বার সুযোগ পেয়েও স্কোরশিটে নাম তুলতে পারলেন না লিওনেল মেসি। যোগ করা সময়ে গোলক্ষকের খুব কাছ থেকেও হতাশ করলেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামিও পারল না জিততে।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-৩ গোলে ড্র করে স্যান হোজে আর্থকোয়েকস ও ইন্টার মায়ামি।
ম্যাচটি ছিল মেসির জন্য বিরল এক অভিজ্ঞতার। গোল কিংবা গোলে সহায়তা তো নেইই, ড্রিবল করতে গিয়ে গড়বড় করেছেন, ভুল পাস দিয়েছেন, শট নিয়েছেন লক্ষ্যভ্যষ্ট, সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো একটা ম্যাচ খেরলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
স্যান হোজের মাঠে ম্যাচের শুরুটা ছিল নাটকীয়। ম্যাচের ৩৫ সেকেন্ডের মাথায় জর্দি আলাবার লম্বা ক্রসে দারুণ হেডে মায়য়অমিকে এগিয়ে নেন উরুগুয়ের ডিফেন্ডার মাক্সিমিলিয়ানো ফালকন। তৃতীয় মিনিটেই মায়ামির গোলকিপার অস্কার উস্তারির বাজে এক ভুলে গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা।
৩৭তম মিনিটে এগিয়ে যায় স্যান হোজে। ৪৪তম মিনিটে আলাবার পাস থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান তাদেও আইয়েন্দে। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও এগিয়ে যায় স্যান হোজে।
৫২তম মিনিটে আইয়েন্দের দ্বিতীয় গোল সমতায় ফেরে মায়ামি। এরপরও আক্রমণ ও প্রতিআক্রমণে ম্যাচ ছিল জমজমাট। কিন্তু কোনো দল আর গোল আদায় করতে পারেনি।
এই ড্রয়ের পর ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামির অবসথান এখন পঞ্চম। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি।