থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

whatsapp sharing button

বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিগার সুলতানা। খুব কাছে গিয়েও তিন অঙ্গের দেখা পেলেন না শারমিন আক্তার। বল হাতে জ্বলে উঠলেন জান্নাতুল ফেরদৌস ও ফাতেমা খাতুন। নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে অনেকগুলো রেকর্ড গড়ে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার থাইল্যান্ডকে ১৭৮ রানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। রানের ব্যবধানে যা বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৩ উইকেটে ২৭১ রান। একদিনের ক্রিকেটে যা তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ২৫২ ছিল গত নভেম্বরে আয়াল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেই আগের সর্বোচ্চ ১৫৪ রানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

জবাবে ২৮.৫ ওভারে স্রেফ ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। ৫টি করে উইকেট ভাগ করে নেন ফাতিমা ও জান্নাতুল।

তবে ৮০ বলে ১০১ রানের ইনিংসে জয়ের নায়ক নিগার। শারমিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৬ বলে ৯৪ রান করে।

তৃতীয় উইকেটে দুজনের জুটিতে রান আসে ১৫২। ওয়ানডেতে যে কোনো উইকেটে বাংলাদেশের প্রথম দেড়শ রানের জুটি এটি।