নিশাঙ্কার ১৮৭ রানে শ্রীলঙ্কার জবাব

whatsapp sharing button

ব্যাট হাতে প্রায় দুইশ’ রানের ইনিংস খেললেন পাথুম নিশাঙ্কা। তার দুর্দান্ত ব্যাটে প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা।

গল টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ।কার সংগ্রহ ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১২৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।

কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৭ রানে ব্যাট করছেন। ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংস খেলেছেন নিশাঙ্কা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ যোগ করতে পারে আর ১১ রান। শেষ ব্যাটসম্যান নাহিদ রানাকে ফিরিয়ে আসিথা ফার্নান্দো দেখা পান চতুর্থ শিকারের।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৮/৪ (নিসাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্ডিমাল ৫৪, ম্যাথিউস ৩৯, কামিন্দু ৩৭*, ধানাঞ্জায়া ১৭*; হাসান ১২-২-৪৯-১, নাহিদ ১৬-০-৮০-০, তাইজুল ৩৪-৩-১২৬-১, নাঈম ২৫-০-৮৬-১, মুমিনুল ৬-০-২৪-১)।