ব্যাট হাতে প্রায় দুইশ’ রানের ইনিংস খেললেন পাথুম নিশাঙ্কা। তার দুর্দান্ত ব্যাটে প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা।
গল টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ।কার সংগ্রহ ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১২৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।
কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৭ রানে ব্যাট করছেন। ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংস খেলেছেন নিশাঙ্কা।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ যোগ করতে পারে আর ১১ রান। শেষ ব্যাটসম্যান নাহিদ রানাকে ফিরিয়ে আসিথা ফার্নান্দো দেখা পান চতুর্থ শিকারের।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৮/৪ (নিসাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্ডিমাল ৫৪, ম্যাথিউস ৩৯, কামিন্দু ৩৭*, ধানাঞ্জায়া ১৭*; হাসান ১২-২-৪৯-১, নাহিদ ১৬-০-৮০-০, তাইজুল ৩৪-৩-১২৬-১, নাঈম ২৫-০-৮৬-১, মুমিনুল ৬-০-২৪-১)।