অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ পেয়েও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে দুইশ’ রানের আগেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে বাংলাদেশ গুটিয়ে যায় ৬১ ওভারে ১৯১ রানে।
শূন্য রানে জীবন পেয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক। ৪০ রান আসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটিতে ছিলেন এই দুজন, তৃতীয় উইকেটে।
দ্বিতীয় সেশনে ২৬ ওভারে ৭০ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ৯৮ রান করা বাংলাদেশ পরের ৫৬ রান করতে হারিয়েছে ৫ উইকেট। একে একে ফিরে গেছেন শান্ত (৪০), মুমিনুল (৫৬), মুশফিকুররা (৪)।
মুশফিক-মুমিনুলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানেরা উইকেট অনেকটা ছুঁড়ে এসেছেন। দুজনেই মাসাকাদজার বলে ক্যাচ দিয়েছেন। নাজমুল আর মেহেদী হাসান মিরাজ (১) আউট হন মুজারাবানির শর্ট বলে। তাইজুলকেও ফিরেছেন মাসাকাদজা।
এরপর জাকের আলি ও হাসান মাহমুদ যোগ করেন ৪১ রান। ৪ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে গুটিয়ে যায় স্বাগতিকরা।
জাকের করেন ৫৯ বলে ২৮ রান।
ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা নেন ৩টি করে উইকেট। ২টি করে নেন ভিক্টোর নুয়াচি ও ওয়েসলি মাধেভেরে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নিয়াউচি ১৫-২-৭৪-২, মাধেভেরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)