সবকিছু নিশ্চিত ছিল আগে থেকেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। শাবি আলোন্সোকেই নতুন কোচ হিসেবে নিয়োগ দিল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বের্নাবেউ থেকে শনিবার কার্লো আনচেলত্তিকে বিদায় দেয় রিয়াল। পরের দিন এক বিবিৃতিতে আলোন্সোকে নিয়োগের বিষয়টি জানায় মাদ্রিদের দলটি।
১১ বছর পর রিয়াল মাদ্রিদে ফিরলেন আলোন্সো। তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন ক্লাবটির সাবেক এই ফুটবলার।
২০০৯ থেকে ২০১৪ সালের সময়কালে রিয়ালের হয়ে ২৩৬ ম্যাচ খেরেছেন সাবেক এই মিডফিল্ডার। জিতেছেন ছয়টি শিরোপা। দলটির দশম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার ছিল দারুণ ভূমিকা।
স্পেন জাতীয় দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলেছেন সাবেক এই মিডফিল্ডার। স্পেনের ‘ইউরো-বিশ্বকাপ-ইউরো’ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি।
ক্লাব ক্যারিয়ারে কোচিংয়ের শুরুতেই আলো কাড়েন তিনি বুন্দেসলিগায় অখ্যাত বেয়ার লেভারকুসেনকে আগের মৌসুমে চ্যাম্পিয়ন করে। এবার তার দল দুইয়ে থেকে লিগ শেষ করেছে।