শান্তর ব্যাটে বাংলাদেশের লিড

whatsapp sharing button

দিনের প্রথম সেশনের পুরোটাই কেড়ে নিয়েছিল বৃষ্টি। শেষটাও সময়মত টানা গেল না আলোকস্বল্পতায়। যেটুকু সময় খেলা হয়েছে তাতে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে শতরানের লিড পেয়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ শেষ করেছে ৪ উইকেটে ১৯৪ রান তুলে। ১০৩ বলে ৬০ রানে ব্যাট করছেন শান্ত, ৬০ বলে ২১ রানে জাকের আলি। তাদের জুটি অবিচ্ছিন্ন ৩৯ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে ২৭৩ রান তুলেছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮২ রানের ঘাটতি পুষিয়ে হাতে ৬ উইকেট নিয়ে বাংলাদেশ এগিয়ে ১১২ রানে।

দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয়। এবারও ফিফটির আসেপাশে আউট মুমিনুল হক। মুশফিকের ব্যর্থতার ধারা চলমান। অধিনায়ক শান্তই মূলত পথ দেখাচ্ছেন দলকে।

বৃষ্টির আর বাজে আউটফিল্ডে দিনের খেলা শুরু হয় বেলা একটায়। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পরিকল্পনা ছিল স্থানীয় সময় ৬টা পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া। কিন্তু তারও প্রায় এক ঘণ্টা আগে শেষ করতে হয়েছে খেলা।

সব মিলিয়ে তৃতীয় দিনের অর্ধেক সময়ে খেলাই সম্ভব হয়নি, বাকি সময়ে ৪৪ ওভারে ১৩৭ রান যোগ করেছে বাংলাদেশ।

দুই দিন মিলিয়ে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার ব্লেসিং মুজারাবানি। অন্য উইকেটটি নিয়েছেন ভিক্টর নিয়াউচি।