খুলনায় ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি ২০১৭ এর বিভাগীয় আহবায়ক কমিটি গঠিত

whatsapp sharing button

ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি -২০১৭ খুলনা বিভাগীয় পর্যায়ে আলোচনা সভা ও খুলনা বিভাগের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার খুলনা কর আইনজীবী সমিতির সভাকক্ষে আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে আব্দুর রহমানকে আহবায়ক ও শরিফুল ইসলামকে সদস্য সচিব কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সদস্য মোঃ আব্দুল লতিফ, জেনিফা শাহমীন ও জি এম সোহাগ। বিভাগীয় আলোচনা সভায় ঢাকা কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ লুতফুল কবীর (সুজন), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মু. শাহরিয়ার হোসেন, দপ্তর সম্পাদক এ্যাড মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আইন বিষয়ক সম্পাদক খন্দকার আশেক মাহমুদ।

ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি-২০১৭ খুলনার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিতাই দাশ, পার্থ প্রতিম বিশ্বাস, মোঃ কামরুল হাসান নুর, অতনু কুমার পাল, মোঃ শফিকুর রহমান, এস এম বদরুজ্জামান, দুলাল কুমার আইচ, খুলনা কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি-২০১৭ খুলনা বিভাগীয় সমন্বয়ক এস, এম, জি, নেওয়াজ।

কর আইনজীবীদের একত্রিত করণের লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। এর মাধ্যমে কর আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নলেজ শেয়ারিং, কর্ম পরিধি বৃদ্ধি ও সমগ্র বাংলাদেশে কর আইনজীবীদের সেতুবন্ধনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ২০১৮ সাল হতে ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি-২০১৭ ব্যাচের আইনজীবীরা কাজ করে আসছে।

তারই ধারাবাহিকতায় ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি-২০১৭ ঢাকা ট্যাক্স বারে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। উক্ত কমিটির উদ্যোগে শনিবার খুলনায় ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি-২০১৭ খুলনা বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।