whatsapp sharing button

খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত টাউন জামে মসজিদে, মুসল্লিদের ঢল

খুলনা: বৈরী আবহাওয়ার কারণে খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবার অনুষ্ঠিত হয়েছে শহরের টাউন জামে মসজিদে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে নির্ধারিত সার্কিট হাউস ময়দান থেকে স্থানান্তর করে মসজিদে জামাত আয়োজন করা হয়। মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণে হাজারো মুসল্লির সমাগম ঘটে।

এরপর একই স্থানে আরও দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল ৭টায়, আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে সকাল ৭টায় এবং সরকারি বিএল কলেজ মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহেও ঈদের জামাত হয়। ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে দুইটি জামাত হয় যথাক্রমে সকাল ৭টায় ও ৮টায়। নিরালা তাবলীগ মসজিদে সকাল সাড়ে ৬টায় এবং ইকবাল নগর জামে মসজিদে সকাল ৭টায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

রূপসা স্ট্যান্ড রোডস্থ বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্স ও রূপসা ফেরিঘাটস্থ হযরত আবু বক্কর সিদ্দিকী (রা.) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গার হাফিজ নগর মসজিদ আমানাতে সকাল ৭টায় জামাত হয়।

আহলে হাদিস জামাতগুলো অনুষ্ঠিত হয় শহীদ হাদিস পার্ক, পাবলা ও আড়ংঘাটা এলাকায় যথাক্রমে সকাল ৭টা, ৭টা ও ৬টায়। খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে জামাতের আয়োজন করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ, বালা-মুসিবত থেকে মুক্তি এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন। এরপর ধর্মপ্রাণ মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।