কি বার্তা দিচ্ছে ইনসাফ!

whatsapp sharing button

দীর্ঘদিন নাটক, ওয়েব সিরিজের পর এবার পূর্ণাঙ্গ রূপে সিনেমার নায়িকা হওয়ার পথে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’- এর নায়িকা তিনি! আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটিতে ফারিণ এর লুক নজর কেড়েছে দর্শকদের। তৈরি হয়েছে নানা জল্পনার।

গতকাল (রোববার) সন্ধ্যায় ছবির একটি পোস্টার উন্মোচন করা হয়। আর তাতে আটকে যায় চোখ! কারণ পোস্টারে ফারিণকে দেখা যায় এক রহস্যময়ীর অবতারে।
প্রকাশ পাওয়া পোস্টারে দেখা যায়, ফারিণের আবেদনময়ী লুক, খয়েরি রক্তের গ্ল্যামারাস পোশাক, পায়ে হাই হিল। মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন! তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে।

কেবল তাই নয়, সেই পোস্টারে দেখা যায়, ফারিণের এক হাতে রক্তমাখা কুড়াল, আরেক হাতে গোলাপ। আর পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’

এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, মূলত মানবিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ছবিটি। আর সেখানে জাহান চরিত্রে দেখা যাবে ফারিণকে। বলেছেন, ‘এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।’

প্রসঙ্গত, নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম হয়ে এবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় আসলেন তাসনিয়া ফারিণ। আর সঞ্জয় সমাদ্দারের এই ছবির প্রথম ঝলকেই ভালোবাসা ও ভয়াবহতার ইঙ্গিত দিলেন সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী। সে থেকেই দর্শক-নেটিজেনদের মনে বাঁধতে থাকে নানা কৌতূহল।
‘ইনসাফ’ এ তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ অনেকে।