তান্ডব- আসছে

whatsapp sharing button

চলচ্চিত্র প্রেমিরা অপেক্ষার প্রহর গুনছিলেন শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’র টিজারের জন্য। অবশেষে গতকাল (১৮ মে) প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। যা শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলীও।

রবিবার নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে টিজারটি প্রকাশ করার পর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এছাড়া মেগাস্টার শাকিব খানও একটি বার্তা দিয়ে প্রকাশ করেছেন সিনেমার টিজার।

ক্যাপশনে শাকিব লিখেছেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”

এদিকে অভিনেত্রী শবনম বুবলী লিখেছেন, ‘এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে..’
অভিনেত্রী স্টাটাসের পাশে ভালোবাসার ইমোজিও জুড়ে দিলেন বুবলী সামাজিক মাধ্যমে।
প্রকাশ হওয়া টিজারে দেখা যায়, মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল।

যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়।

একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।

টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজার দেখে শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার।
টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজার দেখে শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার।