এ সপ্তাহে বৈঠকে বসতে পারে ট্রাম্প-শি!

whatsapp sharing button

চলতি সপ্তাহে মুখোমুখি বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ সময় অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে এমনটাই ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্য়ে চলা শুল্ক যুদ্ধ নিয়েই আলোচনায় বসবে এই দুই রাষ্ট্রপ্রধান।

এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লিভিট জানান, খুব শীঘ্রই বৈঠকে বসবেন ট্রাম্প এবং শি। গত মাসে জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে হওয়া শুল্ক-আলোচনাকেই পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে মুখোমুখি বৈঠকে বসতে চায় তারা। আসা হতে পারে একটা চূড়ান্ত সিদ্ধান্তেও। একে অন্যের উপর শুল্কের বোঝা না চাপিয়ে, কীভাবে দুই দেশের বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, কথা হবে তা নিয়েও।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শিয়ের সঙ্গে ট্রাম্প দেখা করতে মরিয়া হলেও, চীনের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কেউ কিছু উচ্চবাচ্য করছে না। সুতরাং, কোন পথে যে বৈঠকের ভবিষ্যৎ তা নিয়েও রয়েছে আশঙ্কা। অবশ্য, চীন যে একেবারেই শুল্ক বৈঠক থেকে সরে আসার পরিকল্পনা করছে এমনটাও নয়। এর আগেও শি ও ট্রাম্পের প্রতিনিধিরা শুল্ক-সমস্যা নিয়ে আলোচনায় বসেছে। তবে চূড়ান্ত কোনও ফলাফল এখনও অধরা।

প্রসঙ্গত, একে অপরের উপর শতাধিক শুল্কের বোঝা চাপানোর পর মে মাসে ৯০ দিনের জন্য ট্যারিফ-যুদ্ধ থেকে বিরতি নেয় আমেরিকা ও চীন। যার ফলে গোটা বিশ্ব খানিকটা রেহাই পেলেও, এই দুই দেশ শুল্ক নিয়ে কোনও সমাধানের পথে পৌঁছতে পারেনি। কেটে গিয়েছে এক মাস। মাঝে আলোচনা পর্ব চললেও, এখনও স্বস্তির আবহ তৈরি হয়নি বললেই চলে। সূত্র: এসসিএমপি।