ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান। রোববার (১৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই ব্যক্তি আলবোর্জ প্রদেশে বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন।
ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান। এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে।
এদিকে তেহরানভিত্তিক থিঙ্ক-ট্যাংক ডিপ্লো হাউসের পরিচালক হামিদ গোলামজাদেহ বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা দেশজুড়ে অস্থিরতা তৈরিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি জনগণের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি করেছে।
গোলামজাদেহ বলেন, নেতানিয়াহু ইরানিদের জন্য এক প্রকার উপকারই করেছেন। এই হামলাগুলোর পরিণতিতে ইরানিদের মধ্যে ব্যাপক ঐক্য দেখা গেছে। দেশের অভ্যন্তরে জনগণের মনোভাব এখনো অবিচল ও প্রতিরোধমুখী। সূত্র: আল-জাজিরা।