৫ ভারতীয় পাইলটকে বন্দির দাবি পাকিস্তানের

whatsapp sharing button

পাকিস্তানে হামলার সময় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করে তারা।

বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে এ তথ্য। দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন, ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সু-৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফালক্রাম।

পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।

তবে, যুদ্ধবিমান ধ্বংস হওয়া এবং পাইলটদের বন্দী হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশবিশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত, ২০২০ সাল থেকে জেটগুলো ভারতে আসা শুরু করে।

মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এই হামলা চালানো হয়। এ হামলায় এখন পর্যন্ত ২৬ পাকিস্তানি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর, আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত হয়েছে ১০ জন।