ইশকুলে পিকনিক আজ বাদে কাল
টেনশনে ঘুম নেই সন্ধ্যা সকাল।
কোন ড্রেস পরব যে বোঝা মুশকিল
ফ্রক নাকি থ্রি–পিস? লাল নাকি নীল?
কামিজের সাথে জিনস করবে কি ম্যাচ!
ধুত্তুরি! কী যে করি সবখানে প্যাঁচ।
পিকনিকে খাওয়া নয়, সাজুগুজু মূল
টক দই-লেবু দিয়ে ধুতে হবে চুল।
কোন জুতা ফিট হবে ফ্ল্যাট নাকি হিল!
খুশি আর টেনশনে মাথা কিলবিল।