পবিত্র মাহে রমজন উপলক্ষে সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে – আব্দুর রাজ্জাক গাজী ও মাসুদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দাম্মাম প্রাদেশিক বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মোল্লা।
স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী চাঁদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ হোসেন খান, সাবেক সভাপতি তাজুল ইসলাম গাজী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা মুন্সি সহ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।