ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপর সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফর- পাকিস্তান ক্রিকেট দলের ধারাবাহিক ব্যর্থতার গল্প চলছেই। কিউইদের কাছে টি-টোয়েন্টি সিরিজে নাকানি-চুবানির পর ওয়ানডে সিরিজেও ধবলধোলাই হয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বললেন, এই সিরিজ থেকে আমরা কি শিখলাম তা দেশে ফিরে আলোচনার মাধ্যমে বের করব।
মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে ৪৩ রানে হারে পাকিস্তান। প্রথম দুই ওয়ানডেতে হেরেছিল যথাক্রমে ৭৩ ও ৮৪ রানে।
সব মিলিয়ে সফরে ৮টি ম্যাচ খেলেছে পাকিস্তান। এর মধ্যে জয় কেবল একটিতে। যে সাতটিতে তারা হেরেছে সেই ম্যাচগুলোতে ঠিকমত লড়াইও করতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে সেই হতাশাই ফুটে উঠল ওয়ানডে অধিনায়ক রিজওয়ানের কণ্ঠে, ‘হতাশার সিরিজ। ব্যাটিংয়ে বাবর আজম ও নাসিম শাহয়ের ফেরা খুশির। সুফিয়ান দুর্দান্ত বোলিং করছে। আমি নিউজিল্যান্ডকে ক্রেডিট দেব। তারা সব বিভাগে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। নতুন বলে আমাদের ভালো করতে হবে। দেশে ফিরে আমরা আলোচনা করব, কি শিখলাম এই সফরে। কদিন পরই পিএসএল খেলব, বড় টুর্নামেন্ট। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারিনি, আশা করছি পিএসএলে ওসব মিটিয়ে দেব।’
আপাতত নিজেদের গুছিয়ে নেওয়ার ভালো সময় পাচ্ছে পাকিস্তান। আগামী ১১ এপ্রিল শুরু হচ্ছে পিএসএল। ৩৪ ম্যাচের টুর্নামেন্ট থামবে ১৮ মে। পাকিস্তানের পরবর্তী সিরিজ জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে।