পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্স মিরাজকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। খেলতে রাজিও হয়েছেন মিরাজ। এজন্য তিনি অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদনও করেছেন।
সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে চাইছে লাহোর। গতকাল রোববার (১৮ মে), পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা উঠেছে প্লে-অফে। ২২ মে এলিমিনেটর ম্যাচে খেলবে লাহোর।
এই ম্যাচে জিতলে লাহোর সেকেন্ড কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। এরপর পেতে পারে ফাইনালের টিকিট। আপাতত, মিরাজ কেবল এক ম্যাচের জন্য যাচ্ছেন। তবে দল জিতলে ধাপে ধাপে ম্যাচ সংখ্যা বাড়তে পারে।
জাতীয় দলের টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকলেও মিরাজ দল থেকে বাদ পড়েছিলেন। অথচ, সদ্য সমাপ্ত বিপিএলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু তবুও তাকে নিয়ে কোনো আলোচনা হয়নি নির্বাচকদের পক্ষ থেকে। জাতীয় দলে সুযোগ না পেলেও এবার তার সামনে খুলে গেল পিএসএলে খেলার দরজা।